নমস্কার আমাদের ভ্রমণ ব্লগ সাইট www.exoticbongfamilytraveller.com এ আপনাকে স্বাগত জানাই ।

আমি তীর্থ দাশগুপ্ত, একজন বাঙ্গালী ভ্রমণকারী এবং ফটোগ্রাফার।  ।  আমি আমার পরিবার  সহ  দেশের এবং বিদেশের প্রতিটি কোণে ভ্রমণ করতে পছন্দ করি এবং আমার বাবা , মা এবং শ্বাশুড়ী ও  বিভিন্ন গতিতে দেশের পাশাপাশি বিদেশেও ভ্রমণ করতে পছন্দ করেন। আমাদের ভ্রমণ শৈলীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হ’ল আমরা চির পরিচিত ভ্রমণপথগুলিতে কিছু কম পরিচিত বা অজানা গন্তব্য যুক্ত করতে পছন্দ করি।

     এই ব্লগ সাইটটি আমি আমাদের ভ্রমণ স্মৃতিগুলি সমস্ত সমভাবাপন্ন পর্যটকদের সাথে ভাগ করে নেওয়ার ও তাদের সাথে সংযোগ স্থাপনের জন্য তৈরি করেছি।

      আমি বিশ্বাস করি আমরা সবাই ভ্রমণকারী। আমরা আমাদের নিজস্ব উপায়ে প্রতিনিয়ত ভ্রমণ করছি এবং আমাদের জীবন সমৃদ্ধ করছি।ভ্রমণ মানেই সবসময়ে দূরের কোনো গন্তব্যে বাক্স প্যাঁটরা গুছিয়ে বেড়াতে যেতে হবে তার কি মানে , বাড়ীর পাশে কোনো নাম না জানা জায়েগা নতুন করে চোখে ধরা পরাটাও তো এক প্রকারের ভ্রমণ তাই না ? আমি বিশ্বাস করি ভ্রমণ একটি দুর্দান্ত স্ট্রেস বাস্টার।

যখন ই কোনও  এক মুহূর্তে কোনও নির্দিষ্ট স্পটে ঘুরে দেখার বিষয়ে  মনে একটি ভাবনা জাগ্রত হয়,  তৎক্ষণাৎ আমার পরিকল্পনা শুরু হয়ে যায়ে এবং আমি প্রতি পদে  আসল ভ্রমণের মতোই পরিকল্পনা পর্যায়টিও সমানভাবে উপভোগ করি। এটি একটি দুর্দান্ত অনুভূতি এবং আমি নিশ্চিত যে আপনারা অনেকেই আমার এই ভাবনায়ে অনুরণিত হবেন।

#44 Rose festival procession

যখন আমরা কোনও স্থান ঘুরে দেখি বা কোনও ট্যুর পরিকল্পনা করি তখন আমরা এটিকে এমনভাবে পরিকল্পনা করতে চাই যাতে আমরা স্থানীয় রীতিনীতি, সংস্কৃতি, রান্না এবং সর্বোপরি প্রকৃতির সর্বোচ্চ স্তরের অনুভূতি পাই।

আশাকরি আমাদের ভ্রমণকাহিনীগুলি আপনাদের ভাল লাগবে । লেখার মাঝে মাঝে প্রচুর ভ্রমণ স্মৃতি ছবি ও ভিডিও র মাধ্যমে তুলে ধরা থাকবে ।

#104 Russia 1971

কেমন লাগল প্রত্যেকটি লেখার নীচে যে কমেন্টস সেকশান আছে তাতে  জানাবেন । ভালো লাগলে সাইট টি সাবস্ক্রাইব করুন  নিজের ইমেল আইডি দিয়ে । প্রতিমাসে নতুন নতুন ভ্রমণকাহিনী প্রকাশ করব আমরা এবং আপনার ইমেইল এ সাথে সাথে নতুন লেখা পৌঁছে যাবে । আপনাদের মুল্যবান মতামত ইমেলে জানান । অপেক্ষায় থাকব ।

ধন্যবাদ

তীর্থ দাশগুপ্ত

travellertirtho@gmail.com