জানুয়ারীতে আমাদের ব্লগসাইটটি শুরু করে দেখতে দেখতে আট মাস পেরিয়ে আগস্টে এসে পড়লাম । অনেকগুলি ভ্রমণকাহিনী প্রকাশিত হয়েছে এর মধ্যে । সামাজিক মাধ্যম যেমন ফেসবুক , ইনস্টাগ্রাম , ইউটিউব , টেলিগ্রামে উপস্থিতি বেড়েছে আমাদের । আমাদের ভ্রমণ গল্পগুলি পড়ুন । ভালো লাগলে শেয়ার করুন । অন্যদের ও পড়ান । আমাদের কাহিনীগুলির মূল উদ্দেশ্য মানস ভ্রমণ হলেও গত সংখ্যা থেকেই আমরা চেষ্টা করছি কিছুটা ভ্রমণ গাইডের ভূমিকা ও পালন করতে । আপনারা আপনাদের মূল্যবান মতামত জানান ইমেলে । সাইটটি সাবস্ক্রাইব করুন । আমাদের ভ্রমণকাহিনীগুলি প্রকাশ হওয়ার সাথে সাথেই আপনাদের ইমেলে চলে যাবে ।এই মাসে করবেটের উপরে ভ্রমণকাহিনীর পরবর্তী অংশ থাকবে আর আরো কিছু জঙ্গল ভ্রমণের গল্প থাকবে । তবে এমাসের সেরা আকর্ষণ দেবাশিস দাশগুপ্তর কলমে লাদাখের তুরতুক ভ্রমণের উপরে অনবদ্য কাহিনী । ভালো লাগলে শেয়ার করবেন। কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠাবেন ।  সকলে ভালো থাকুন । সুস্থ থাকুন ।
নমস্কার
তীর্থ দাশগুপ্ত
travellertirtho@gmail.com