আগামীদিনে ডুয়ার্স অরণ্যের ভিতর দিয়ে চলাচল করবে ভারতীয় রেলের vistadome কোচ । বড় কাঁচের জানালা, ছাদের দিকেও স্বচ্ছ কাঁচ থাকার পরিকল্পনা আছে । পর্যটকরা ট্রেনে যেতে যেতে দুপাশের মনোরম শোভা দেখতে পাবেন। নিউ জলপাইগুড়ি ও অলিপুরদুয়ারের মধ্যে চলাচল করবে এই vistadome কোচ । মাঝে ছয়টি স্টেশনে থামবে । ভ্রমনপিপাসুরা বলেন নিউজলপাইগুড়ি ও অলিপুরদুয়ারের মধ্যে বিস্তীর্ন রেলপথ যা জঙ্গলের বুক চিরে গেছে তার মাদকতাই নাকি অন্যরকম । প্রতি শুক্র, শনি ও রবিবার সকাল 7 টা 20 মিনিটে নিউজলপাইগুড়ি ছেড়ে দুপুর 1 টায় আলিপুরদুয়ার পৌঁছবে আবার ওইদিন ই দুপুর 2 টায় আলিপুরদুয়ার ছেড়ে সন্ধ্যে 7 টায় নিউজলপাইগুড়ি পৌঁছবে এই ট্রেন । নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে পরিচালিত এই ট্রেন এই শনিবার থেকে চলা শুরু করবে ।
তথ্যসূত্র:
1) https://www.irctchelp.in/vistadome-trains-details/
2) https://timesofindia.indiatimes.com/city/kolkata/this-puja-enjoy-the-dooars-from-comfort-of-vistadome-coaches/articleshow/84689901.cms
Darun information. Amader Sabari priyo jayga Dooars .
Vistadome coach e chepe Dooars bhromon alada anando debei.