লেখা- তীর্থ দাশগুপ্ত

আসন্ন বড়দিন ও নিউইয়ার উপলক্ষ্যে বর্ষশেষের ছুটি কাটাতে পশ্চিমবাংলার পাহাড় , জঙ্গল , সমূদ্রতটে মানুষের ঢল নামছে । দীর্ঘ লোকডাউন জনিত ক্লান্তি ও অবসাদ কাটাতে মানুষ বেড়িয়ে পরছে । পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর যেমন পর্যটন , বন , মৎস্য দপ্তর বা পি ডব্লিউ ডিপার্টমেন্ট অধীনস্থ বিভিন্ন বাংলোগুলির বুকিং একদম শেষ । সরকারী বাংলো গুলি উৎসাহী পর্যটকদের কাছে সবসময়ে আকর্ষণীয় তার মূল কারণ এগুলির অবস্থান । যেকোনো টুরিস্ট স্পটের সবচেয়ে সেরা জায়গা তেই সরকারী বাংলোগুলি অবস্থান করে । বুকিং পদ্ধতিও আজকাল বেশ সোজা । সরাসরি নির্দিষ্ট দপ্তরের ওয়েবসাইট থেকে অনলাইনে বুক করা যায়। এছাড়াও এবারে পর্যটকদের সব চেয়ে পছন্দের তালিকায় রয়েছে বিভিন্ন অল্পচেনা জায়গায় homestay । করোনা পরিস্থিতে বেশী ভীড় জায়গায় না গিয়ে ঘরোয়া পরিবেশে কম লোকের মধ্যে homestay গুলিতে থাকতে মানুষ বেশী পছন্দ করেছন । বেশ কয়েকবছর আগে আমরাও এরকম শীতে সিঙ্গিগ্রামে এক homestay তে থেকেছিলাম । exotic bong family traveller এর প্রথম সংখ্যায় গতবছর জানুয়ারীতে সেই ভ্রমনকথা প্রকাশ ও করা হয় ।
এ বছরে অবশ্য আমরা যাচ্ছি পাশের রাজ্য উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার সিমলিপাল অরণ্যে । সেই ভ্রমণের পুর্বকথা আগেই প্রকাশ করেছি । মূল কাহিনী ঘুরে এসেই প্রকাশ করব । আপনারাও নিশ্চয়ই কোথাও যাচ্ছেন ? পাঠান না আমাদের কাছে আপনাদের ভ্রমণ গল্প , সাথে ভালো কিছু ছবি । পাঠান ইমেল করে travellertirtho@gmail. com এ । আপনাদের ভালো লেখা , বেড়ানোর গল্প ছবিসহ প্রকাশ করব । ভ্রমণের আনন্দের মতন ভ্রমণ কথা শোনানো বা সুন্দর করে লিপিবদ্ধ করাতেও ততোধিক আনন্দ । কি বলেন আপনারা ?
সকলে ভালো থাকুন , সুস্থ থাকুন ।
ধন্যবাদ
তীর্থ দাশগুপ্ত
travellertirtho@gmail. com