সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র পর্যটকদের দের জন্যে খুলে দিয়েছে তাদের দেশ দীর্ঘ কোভিড জনিত বিরতির পর । টুরিস্ট ভিসার আবেদন করা যাচ্ছে স্থানীয় মার্কিন কনস্যুলেট থেকে । ডাবল ভ্যাক্সিনেশান সার্টিফিকেট থাকাটা বাধ্যতামূলক । আগামী ভ্রমণের গন্তব্য হিসেবে মার্কিন দেশ কে বেছে নিতে পারেন । আসুন দেখে নি এতবড় একটা দেশের প্রাকৃতিক সৌন্দর্য ও বড় শহরের বিভিন্ন দর্শনীয় স্থানের ভিত্তিতে কোন কোন যায়গা অবশ্য গন্তব্য । ভ্রমন সংক্রান্ত বিখ্যাত লোনলি প্ল্যানেট ম্যগাজিন নিম্নলিখিত পর্যটনস্থলগুলি অবশ্য গন্তব্য তালিকায় রেখেছে ।
১) নিউ ইয়র্ক সিটি –
২) ইয়েলোস্টোন ন্যাশানাল পার্ক –
৩) সান ফ্রান্সিস্কো , ক্যালিফোর্নিয়া – মার্কিন যুক্তরাষ্ট্র
৪) গ্র্যান্ড ক্যানিয়ন , অ্যারিজোনা –মার্কিন যুক্তরাষ্ট্র
৫) ন্যাশানাল মল , ওয়াশিংটন ডি সি –
৬) ইওসেমাইট ন্যাশানাল পার্ক – ক্যালিফোর্নিয়া –
৭) নিউ ইংল্যান্ড –
৮) প্যাসিফিক কোস্ট হাইওয়ে –
৯) নিউ অরলিন্স , লুইসিয়ানা –
১০) সান্তা ফে , নিউ মেক্সিকো –
১১) ভল্ক্যানো ন্যাশানাল পার্ক – হাওয়াই
১২) পোর্টল্যান্ড ওরেগণ –
১৩) ওয়াল্ট ডিসনি ওয়ার্ল্ড , ফ্লোরিডা
১৪) রুট ৬৬
১৫) শিকাগো , ইলিনয়
১৬) রকি মাউন্টেন্স, কলোরাডো
১৭) আকাডিয়া ন্যাশানাল পার্ক , মাইন
১৮) সান আন্তনিও , টেক্সাস
১৯) দ্যা এভারগ্লেডস , ফ্লোরিডা
২০) লাস ভেগাস , নেভাদা
২১) গ্লেসিয়ার ন্যাশানাল পার্ক , মন্টানা
২২) লস আঞ্জেলিস – ক্যালিফোর্নিয়া
Leave a Reply