মে সংখ্যার ভূমিকা

দেখতে দেখতে মে মাস ও শেষ হতে চলল । গ্রীষ্মের দাপটে যেরবার অবস্থা , সাথে ঘূর্ণিঝড় যশ আর করোনার জোড়া ফলায় নাগরিক জীবন ওষ্ঠাগত প্রায় । এদিকে এক বছরের ও বেশী সময় গৃহবন্দী থাকতে থাকতে মনোজগতের মধ্যেও একটা একঘেয়েমি ,হতাশা গ্রাস করছে । তাই আমরা প্রতিমাসেই এক্সটিক বং ফ্যামিলি ট্র্যাভেলার এর তরফ থেকে বিভিন্ন স্বাদের ভ্রমণ কাহিনী প্রকাশ করে চলেছি । সাথে ভ্রমণ ভিডিও ও প্রচুর ছবি ।

সরাসরি ভ্রমণ না হলেও মানস ভ্রমণ ই হোক যদি তাতে এই এক ঘেয়েমি কাটে । তবে আশা রাখি শীঘ্রই পৃথিবী আবার আগের অবস্থায় ফিরবে , দেশে বিদেশে মানুষে মানুষে মাস্ক বিহীন মেলামেশায় , নিত্য ভ্রমণে আর বাধা থাকবেনা । তবে তার জন্যে খুব জরুরী বর্তমান এই সময়ে মাস্ক পরা , হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা । এই সংখ্যায় মণিপুর ভ্রমণের শেষ পর্ব প্রকাশিত হল সাথে দেবাশিস দাশগুপ্তের কলমে বুলগেরিয়ার গোলাপ উৎসবের  উপাখ্যান । পাঠকের সুচিন্তিত মতামত একান্ত ভাবে কাম্য । মতামত ওয়েবসাইটের কমেন্ট সেকশানে লিখে পাঠান । ইমেইল ও করতে পারেন ।  লেখা গুলি ভাল লাগলে নিজেদের ইমেল আইডি দিয়ে সাবস্ক্রাইব করুন । নতুন নতুন ভ্রমণকাহিনী আপনাদের ইমেল এ পৌঁছে যাবে । সকলে সুস্থ থাকুন, ভাল থাকুন ।

নমস্কার

তীর্থ দাশগুপ্ত

travellertirtho@gmail.com

2 Comments

  1. Debanjan Pan

    Khub bhalo lagche ei manos-bhramon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *