দেখতে দেখতে আরো একটা মাস কেটে গেল । বছরের এই সময়টা প্রকৃতি যেন এক অন্য সাজে সেজে ওঠে ।

শীতের শেষ আর গ্রীষ্মের শুরুর মধ্যবর্তী এই এক ফালি সময়টা খুবই ক্ষণস্থায়ী । বসন্ত নামে এই ঋতু পরিচিত হলেও আমাদের শহর থেকে তা প্রায় হারিয়েই গেছে । কোকিলের ডাক ও বড় একটা শোনা যায়না । তার উপরে এই বছরে আবার রয়েছে করোনার চোখ রাঙ্গানি । শহরের এই ধুসর বসন্ত ছেড়ে মন চায় রঙিন বসন্তের স্বাদ পেতে । সেই সূত্রেই এই সংখ্যায় প্রকাশ করলাম থাইল্যান্ডের চিয়াং মাইয়ে আয়োজিত ফুলের উৎসব নিয়ে দেবাশিস দাশগুপ্তের লেখা ভ্রমণকাহিনী । পরবর্তীতে গত সংখ্যায় প্রকাশিত মণিপুর ভ্রমণের উপরে লেখার পরবর্তী অংশ প্রকাশের ইচ্ছা রইলো । পাঠকদের মতামত একান্ত ভাবে কাম্য ।