দেখতে দেখতে প্রথম সংখ্যা প্রকাশের পর আমাদের এক্সটিক বং ফ্যামিলী ট্র্যাভেলার ব্লগসাইট চার মাসে পদার্পন করল । প্রথম তিনটি সংখ্যার প্রকাশনা আপনাদের কতটা ভালো লাগলো জানার অপেক্ষায়ে রইলাম । মতামত কলমে লিখে আমাদের জানান । লেখাগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন নিজের ইমেইল আইডি দিয়ে আর শেয়ার অপশনে গিয়ে শেয়ার করুন ।

ইতিমধ্যেই এক্সটিক বং ফ্যামিলী ট্র্যাভেলার নামে ফেসবুক পেজ খুলেছি আমরা । পেজটি সবাই লাইক করুন । ভ্রমণ সংক্রান্ত আমাদের বিভিন্ন নতুন নতুন লেখা ছবি ও অনুষ্ঠানের নোটিফিকেশন আপনাদের মোবাইলে পেয়ে যাবেন । পাঠকের ভালো লাগাই আমাদের আসল তৃপ্তি । কমেন্ট সেকশনে তাই আপনাদের অমূল্য মতামতের অপেক্ষায় থাকব । ইতিমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউ ভয়ঙ্কর ভাবে আছড়ে পড়েছে আমাদের দেশে । প্রকৃত ভ্রমণ ক্রমশই তাই অগম্য হয়ে পড়ছে । কিন্তু মন যে চায় দূর দেশে পাড়ি দিতে । সেই মানসভ্রমণের উদ্দেশ্যেই এই সংখ্যার দুটি লেখার অবতারণা । এই এপ্রিল মাসের সংখ্যায় থাকছে গত ফেব্রুয়ারী মাসে প্রকাশিত ” চিত্রাঙ্গদার দেশে ” লেখাটির দ্বিতীয় পর্ব । আর থাকছে দেবাশিস দাশগুপ্তের অনবদ্য লেখনীতে কাশ্মীরের টিউলিপ উৎসবের বর্ণনা । কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন । সকলে সাবধানে থাকবেন , মাস্ক ব্যবহার করবেন , হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন আর অব্শ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবেন ।
নমস্কার ।
তীর্থ দাশগুপ্ত