দেখতে দেখতে আমাদের ভ্রমণ ব্লগ exoticbongfamilytraveller.com এক বছর পার করে এলো । গতবছর জানুয়ারী মাসে উইকেন্ড স্পট সিঙ্গিগ্রাম এবং বিদেশ ভ্রমণের গল্প হিসেবে রাশিয়ার উপরে লেখা নিয়ে আমাদের উদ্বোধন সংখ্যা প্রকাশিত হয় । তারপর থেকে প্রতিমাসেই দুটো তিনটি নতুন নতুন ভ্রমণ গল্প নিয়ে এই ব্লগ এগোতে থাকে । প্রতিটি লেখা প্রকাশিত হওয়ার পর আপনাদের সুচিন্তিত মতামত পেয়ে আমরা ধন্য । পাঠকের ভাল লাগাই যেকোনো লেখকের পরম প্রাপ্তি ।খুব আশা করব , যদি এই ভ্রমণকাহিনী গুলি আপনাদের বন্ধু বান্ধব , আত্মীয় পরিজনদের মধ্যে ছড়িয়ে দেন ।
এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে গত মাসেই বলেছিলাম আমাদের এই ব্লগে আপনাদের নিজেদের ভ্রমণ অভিজ্ঞতা গল্পের আকারে আমাদের লিখে পাঠান , সাথে ভাল কিছু ছবি । ভালো লেখা ছবি সহ প্রকাশ করতে পারলে আমাদের খুব ভালো লাগবে । খুব ই আনন্দের সাথে জানাই ব্লগের এক বছর পূর্তিতে এই মাসের সংখ্যায়ে আমার জামাইবাবু ( পিসতুতো) শ্রী অরূপ দাশগুপ্তের লেখা ভ্রমণকাহিনী “ রাবন রাজার দেশে” প্রকাশিত হল ।এছাড়া এই মাসেই প্রকাশিত হবে সদ্য সমাপ্ত সিমলিপাল ভ্রমণের উপরে লেখা কাহিনী , যার পূর্বকথা গত মাসেই প্রকাশিত হয়েছে । ইতিমধ্যে করোনার তৃতীয় ঢেউ ব্যাপক ভাবে ছড়িয়ে পরেছে সমস্ত দেশে । তাই বাড়ী বসে এই ব্লগ পড়ে মনে মনে দেশ বিদেশ ঘুরে আসুন । আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন । করোনা বিধি মেনে চলুন আর নির্দিষ্ট সময়ে টীকা নিন । ও হ্যাঁ অবশ্যই আপনাদের বেড়াবার গল্প আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না । আমাদের ইমেল আইডি – travellertirtho@gmail.com
সুস্থ থাকুন , ভালো থাকুন
ধন্যবাদ
তীর্থ দাশগুপ্ত
Leave a Reply