নমস্কার
এক্সটিক বং ফ্যামিলি ট্র্যাভেলর সাইটে আপনাদের স্বাগত । নতুন নতুন ভ্রমণ গল্প আশা করি আপনাদের ভালো লাগছে। এই মাস থেকে শুরু করা হল “ছোটদের পাতা “ । ভ্রমণ শুধু বড়দেরই নয় , ছোটদের মনের উপরেও যথেষ্ট ছাপ ফেলে । নতুন নতুন জায়গায় বেড়ানো , নতুন নতুন দেশ, সেখানকার পশুপাখী , মানুষজন ইত্যাদি সম্বন্ধে ছোটদের কৌতূহল বাড়ায় । জানার ইচ্ছা জাগে । ছোটরা তাদের মত করে অভিজ্ঞতা লাভ করে । আমরা চাই ছোটরাও তাদের ভ্রমণ অভিজ্ঞতা লিখে আমাদের পাঠাক । ইতিমধ্যেই exotic bong family traveler নামে আমাদের ফেসবুক গ্রুপ চালু হয়েছে । অনুরোধ করব আপনারা সেই গ্রুপের সদস্য হন। ভ্রমণকাহিনী সেখানে পাঠান , সাথে ভালো ছবি। বিশেষভাবে মনোজ্ঞ ভ্রমণকাহিনী এই ওয়েবসাইটে প্রকাশ করব । ছোটরাও পাঠাক তাদের লেখা বেড়াবার গল্প । চাইব বাংলায় লিখুক তারা । তবে ইংরেজি তেও কিছু লেখা চলতে পারে। আরো ভালো হয় ছোটরা যদি সাথে নিজের হাতে আঁকা দুই একটি ছবিও পাঠায় বেড়ানো সংক্রান্ত । অভিভাবক দের কাছে অনুরোধ তারা যদি ছোটদের এই বিষয়ে উৎসাহিত করেন তো খুব ভালো হয়। আপনাদের আরো কোন মতামত থাকলে লিখে পাঠান travellertirtho@gmail,com এ ।“ ছোটদের পাতার” প্রথম সংখ্যায় তৃতীয় শ্রেণীতে পাঠরত উর্যা দাশগুপ্ত ইংরেজিতে লিখেছে তাজপুরে বেড়ানো নিয়ে । ছোটদের লেখা বেড়াবার গল্প আরো চাই । পাঠান exotic bong family traveler ফেসবুক গ্রুপে । ইমেল ও করতে পারেন ।
ধন্যবাদ
তীর্থ দাশগুপ্ত